হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল বছর গান গেয়েও সাড়া ফেলেন এই তারকা। ইত্যাদিতে তাহসানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটি ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন। প্রশংসিত হয় সব মহলে। সেই ধারাবাহিকতায় এবার নতুন উপহার দিতে যাচ্ছেন ফারিণ।
গানটির শিরোনাম ‘মন গলে না’। ইমরান মাহমুদুলের সুর সংগীতে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানালেন ফারিণ। গতকাল গানটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে ফারিণ লিখেন ‘ট্রেলার আসছে শিগগিরই।’
গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। ফারিণের গাওয়া এর আগে ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটিরও গীতিকার ছিলেন তিনি।
এই লেখার সূত্র ধরেই যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ফারিণ বলেন, ‘‘গানের শিরোনাম ‘মন গলে না’। সব রেডি করে বসে আছি। এর মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনি দেশবাসীর মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করে গেল। এই আতঙ্ক না কাটা পর্যন্ত গানটি মুক্তি দিতে পারব না। তবে আশা করছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করতে পারব।’’
কিছুদিন আগে ফারিণ জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছিলেন। এবার জানালেন, এই প্রোডাকশন হাউসের ব্যানারেই ফারিণ তাঁর নতুন গানটি নির্মাণ করেছেন এবং তা প্রকাশ করবেন ফারিণের নিজের ইউটিউবে।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ এটি। তাই বাড়তি ভালোবাসা, যত্ন ও প্রত্যাশা জড়িয়ে আছে বলেই যোগ করলেন ফারিণ।
বিয়ের পর ভাগ্য যেন আরও প্রসন্ন হয়েছে ফারিণের। তুঙ্গে আছে বৃহস্পতি। সাম্প্রতিক তাঁর কাজের ফিরিস্তির দিকে তাকালেই এর প্রমাণ মেলে।
চলতি বছরের ঈদুল আজহায় ইনসাফ সিনেমায় দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক হয় ফারিণের। শরিফুল রাজের বিপরীতে নায়িকা ছিলেন তিনি।
কিছুদিন আগে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এটি পরিচালনা করবেন আবু হায়াত। এ ছাড়াও কলকাতার নির্মাতা পরিচালক অনিরুদ্ধ রায়ের একটি সিনেমাতেও কাজের খবর আসে। সিনেমাটিতে ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে।
সবকিছু মিলিয়ে ফারিণ বলেন, ‘সিনেমা করব করব বলে শুরু করে দিয়েছি। ইনসাফের নতুন সম্প্রতি নতুন সিনেমারও খবর দিলাম। আগামীতে আরও ভালো ভালো গল্পের কাজের খবরও দিতে পারব ইনশাআল্লাহ। তবে এখন আপাত রয়েছি গানটি নিয়ে। গানটি সবাই কীভাবে নেবেন সেটার অপেক্ষাতেই আছি।
এমআর/টিকে