৮ বছর পরও চিরস্মরণীয় বারী সিদ্দিকীর নাম

ক্যারিয়ারের শুরুতে বংশীবাদক হিসেবে পরিচিতি পেলেও পরে গান গেয়েই শ্রোতার মন জয় করেছিলেন বারী সিদ্দিকী। হিজলে তমালে ছাওয়া আদি-অন্তহীন হাওরের বুক থেকে গান নিয়ে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সারা বাংলায়। জল ছলছল লিলুয়া বাতাসে ভেসে সেই অপরূপ গানে স্পর্শ করেছিলেন সমগ্র বাংলাভাষী মানুষদের মন।

২০১৭ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান ‘আমার গায়ে যত দুঃখ সয়’সহ বেশ কিছু আলোচিত গানের এই শিল্পী।

বরেণ্য এই সংগীতশিল্পীকে ছাড়াই কেটে গেল আটটি বছর।

বারী সিদ্দিকী স্মরণে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’ এর রামপুরার কার্যালয়ে আজ সন্ধ্যায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন স্মৃতি পরিষদ।

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশের একটি গণমাধ্যমতে সকাল ৮টা ৩০ মিনিটে ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর।

দেড় ঘণ্টার সরাসরি এ অনুষ্ঠানে তিনি গান ‘শুয়া চান পাখি’, ‘মানুষ ধরো, মানুষ ভজো’, ‘পুবালি বাতাসে’, ‘দেখবে খোদার মহান ছবি’, ‘পরশমণি’, ‘ওগো ভাবিজান নাউ বাইয়া’, ‘আমার দয়াল রে’ ‘শুনগো মাসহ আরও কয়েকটি গান।



অল্প বয়স থেকেই গান ও বাঁশির সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে বারী সিদ্দিকীর। শৈশবে সংগীতময় পরিবেশেই বড় হয়েছিলেন বারী সিদ্দিকী। তাঁর মা গান জানলেও সামাজিক কারণে তা প্রকাশ করতেন না।

তবে ছেলের শিল্পী হয়ে ওঠার পথে তিনিই ছিলেন সবচেয়ে বড় প্রেরণা। দিন-রাত অনুশীলন করতেন, কিন্তু দীর্ঘ সময় ধরে বাঁশির মাধ্যমে পরিচিতি পাননি; বরং শুনতে হয়েছে তিরস্কারও।

কষ্ট জমতে জমতেই ধীরে ধীরে গানের জগতে পথচলা শুরু করেন তিনি। গাইতে শুরু করলে শ্রোতারা বিস্মিত হয়েছিলেন তাঁর কণ্ঠে। তখনই অনেকে প্রশ্ন করেছিলেন ‘এতদিন কোথায় ছিলেন?’ অথচ সংগীতে তাঁর প্রথম পরিচয় হওয়া উচিত ছিল বাঁশিতে এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলতেন তিনি।

দেশের বাইরে বাঁশিবাদক হিসেবে সম্মান পেলেও দেশে পরিচিতি আসে গানের মাধ্যমেই।

পেশাদার ক্যারিয়ারে তিনি শুধু শিল্পী নন, সুরকার হিসেবেও ছিলেন ব্যস্ত। সুবীর নন্দী, মনির খান, আসিফসহ অনেক শিল্পীর জনপ্রিয় গানে সুর দিয়েছেন তিনি। অথচ সুরকার হিসেবে ব্যস্ততা বাড়তে থাকলেও তাঁর মনে প্রশ্ন ছিল ‘বংশীবাদক হয়ে কি তবে মূল্যায়ন সম্ভব নয়?’

হুমায়ূন আহমেদের হাত ধরে তাঁর গানের সত্যিকারের জনপ্রিয়তা তৈরি হয়। ‘শুয়া চান পাখি’, ‘আমি একটা জিন্দা লাশ’ আজও যেমন চেয়ার ছুঁয়ে শ্রোতার মনে নস্টালজিয়ার ঢেউ তোলে, তেমনি মানুষের কাছে তাঁকে অমর করে রেখেছে ‘মানুষ ধরো, মানুষ ভজো’ বা ‘আমার গায়ে যত দুঃখ সয়’।

জীবদ্দশায় অপরিমেয় ভালোবাসা সম্মান পেলেও নিজের অর্জন নিয়ে তৃপ্ত ছিলেন না তিনি। কাছের মানুষদের কাছে বহুবার বলেছিলেন ‘ভেবেছিলাম আরও বড় কিছু হবে, কিন্তু জীবনে ঠিক তা হলো না।’

এমকে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ধর্মেন্দ্রর প্রয়াণ, আবেগঘন পোস্ট করণ-অজয়-অক্ষয়দের Nov 24, 2025
img
পারিবারিক ছবিতে শুভেচ্ছা বার্তা দিলেন রুনা খান Nov 24, 2025
img
ধর্মেন্দ্রর শেষ বিদায়ে শ্মশানে অমিতাভ থেকে শাহরুখ Nov 24, 2025
img
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র Nov 24, 2025
হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা ভারত Nov 24, 2025
শান্তি আলোচনায় নতুন মোড়: ইউক্রেনের উদ্বেগ বাড়ছে Nov 24, 2025
গণমাধ্যমে প্রকৃত খবরের জন্য যুদ্ধ করতে হয়: তালাত মামুন Nov 24, 2025
গণমাধ্যমের কমিশন তৈরি হয়েছে কিন্তু রিপোর্ট নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল Nov 24, 2025
বাংলাদেশের মিডিয়াকে শিল্পগোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া ঠিক না : নুরুল হক নুর Nov 24, 2025
img
বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র, অমিতাভ যদি ‘শচীন’ হন, তবে তিনি হলেন ‘দ্রাবিড়’ Nov 24, 2025
img
ডেঙ্গুতে একদিনে প্রাণ হারাল ২, হাসপাতালে ৭০৫ Nov 24, 2025
img
সোশ্যাল মিডিয়ায় নারীদের নিরাপত্তার নিশ্চয়তায় হুমার কড়া বার্তা Nov 24, 2025
img
দেশের মালিক জনগণ, সরকার নয় : সুলতানা কামাল Nov 24, 2025
img
চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানাই: ইশরাক হোসেন Nov 24, 2025
img
মুকুট না পেলেও দেশের মন জিতলেন মিথিলা, ফেরার পর শুরু নতুন অধ্যায় Nov 24, 2025
img
জিজ্ঞাসাবাদে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে, অভিযোগ শহীদুল হকের আইনজীবীর Nov 24, 2025
img
তিলককে চার নম্বরে খেলাতে চাইছেন ইরফান পাঠান Nov 24, 2025
img
রাশিয়া ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার Nov 24, 2025
img
প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান Nov 24, 2025
img
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল Nov 24, 2025