মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে সোমবার দুপুরে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা। সেখানে হাজির ছিলেন হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল সহ দেওল পরিবার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের অন্য তারকারা, যেমন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান। যদিও পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
দুপুরের এই উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ধর্মেন্দ্রর প্রয়াণসংক্রান্ত গুজব। এমন পরিস্থিতিতে করণ জোহর তার ইনস্টাগ্রামে প্রকাশিত পোস্টে কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করে লিখেছেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধারণ সুদর্শন। পর্দায় কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন।”
শুধু করণ জোহরই নয়, কাজল ও অজয় দেবগণও সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন। করণ আরও লিখেছেন, “আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয়। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়াতেন। ওঁর আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, তা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না।”
একাধিক সূত্রে নানা খবর প্রকাশিত হলেও পরিবারের তরফে এখনও পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয়নি। শ্মশানে দেখা গেছে অভিনেতার বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সও পৌঁছেছে। মহারাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক নেতার উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
সংক্ষিপ্তভাবে বললে, ধর্মেন্দ্রকে ঘিরে বলিউডে শোক ও বিভ্রান্তি ছড়িয়েছে, আর করণ জোহরের পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এমকে/এসএন