মিস ইউনিভার্সের ৭৪তম আসরের প্রতিযোগিতা শেষে সোমবার (২৪ নভেম্বর) থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও কোটি কোটি মানুষের মন জিতেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন তিনি।
থাইল্যান্ড থেকে দেশে ফেরার আগে ভবিষৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন মিথিলা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, দেশে ফিরে অভিনয়ে নিয়মিত হতে চান। ইতোমধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছেন।
মিথিলার কথায়,‘আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি। সিরিয়াসলি ভাবছি। নিয়মিত অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি। ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক—এটাই আমার চাওয়া।’
মুকুট না জিতলেও দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন তিনি। দর্শকের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন মনে করছেন মিথিলা। তিনি বলেন, ‘আমি পিপলস চয়েজে খুব ভালো করেছি—এটা সবাই জানেন। জায়গা করে নিয়েছি সেরা ৩০–এ। আবার ক্লোজডোর ইন্টারভিউয়ে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছি। সেখানে ফাতিমাকেও পেছনে ফেলতে পেরেছি! সব মিলিয়ে অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। একই সঙ্গে নিজের ঘাটতির জায়গাগুলোও বুঝতে পেরেছি।’
প্রসঙ্গত, মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।
এসএন