চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) সকালে মারা যান তিনি। আর তাইতো সোমবার দুপুর থেকে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা।
এদিন দুপুর থেকেই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়। এষা দেওলকে দেখা গিয়েছিল সৎকারের আয়োজনে। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা না হলেও একের পর এক তারকারা এই কিংবদন্তীর প্রয়াণে শোক প্রকাশ করছেন।
তবে ধর্মেন্দ্রর শেষ যাত্রায় মুম্বাইয়ের শ্মশানে এক-এক করে পৌঁছে যাচ্ছেন তার ঘনিষ্ঠরা। যে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, শাহরুখ খানের মতো তারকারাও।
সবার চোখ-মুখে শোকের ছাপ। ‘বীরু’-কে শেষবারের মতো দেখতে পৌঁছে যান ‘জয়’ অমিতাভ বচ্চন। ‘শোলে’ ছবির হাত ধরে বন্ধুত্বের নজির গড়েছিলেন তারা। আজ বন্ধুকে একা রেখে না-ফেরার দেশে পাড়ি ধর্মেন্দ্রর।
এদিন অমিতাভের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। ধর্মেন্দ্র অসুস্থ হওয়ার পর থেকে তার সঙ্গে ঢালের মতো ছিলেন হেমা মালিনী। স্বামীকে শেষবারের মতো দেখতে উপস্থিত তিনিও। সঙ্গে মেয়ে এষা দেওলও। শাহরুখের সঙ্গে ধর্মেন্দ্রর রসায়নের কথা সকলেরই জানা। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে গেছেন অভিনেতা।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের ‘ট্যালেন্ট কনটেস্ট’-এ জয়ী হন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমা মুক্তির পরই নজর কাড়েন। এরপর ক্যারিয়ারে ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।- হিন্দুস্থান টাইমস
এসএন