বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। আজ (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে আজ ভোরে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে।
৬৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে ৩০০টির বেশি সিনেমায় কাজ করে গুণমুগ্ধের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু পর্দার নায়ক নন-এক যুগের আবেগ, এক প্রজন্মের নস্ট্যালজিয়ার নাম ধর্মেন্দ্র। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনেও।
সোমবার সন্ধ্যায় টুইটারে অভিনেতাকে স্মরণ করেন বিরাট কোহলি। সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় তিনি লেখেন, ‘আজ আমরা হারালাম ভারতীয় সিনেমার এক সত্যিকারের কিংবদন্তিকে। তার আকর্ষণ, প্রতিভা আর মানবিকতা সবাইকে অনুপ্রাণিত করেছে। পরিবারকে শক্তি দিক ঈশ্বর।’
সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘প্রতিটি ঘরেই ছিল এক প্রিয় ধর্মেন্দ্র ছবি। আমাদের বড় হয়ে ওঠার স্মৃতিতে তিনি অমলিন।’
‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার বলেন, ‘ধর্মেন্দ্রজি-কে দেখলেই মানুষ বুঝতেন, জোরে কথা বলেও তিনি কতটা কোমল। পর্দার শক্তির ভিতরেও ছিল অসাধারণ স্নিগ্ধতা।’
অপরদিকে শিখর ধাওয়ান স্মরণ করেন অভিনেতার ব্যক্তিত্বের প্রশস্ততা। তার ভাষায়, ‘আপনি শুধু লম্বাইয়ে বড় নন, স্পিরিটেও বড় ছিলেন। শক্তির সঙ্গে দয়া দেখানোটা আপনার কাছ থেকেই শেখা।’
ধর্মেন্দ্র রেখে গেছেন বিশাল পরিবার। স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী, ছেলে সানি, ববি দেওল এবং মেয়ে বিজেতা, অজিতা, এষা ও আহনা। কিংবদন্তির বিদায়ে শুধু বলিউড নয়, শোকাচ্ছন্ন দেশটির সাধারণ মানুষ থেকে তারকামহল, ক্রিকেট অঙ্গনও।
এসএন