নক-আউট ম্যাচ বলতে যা বোঝায়, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে দেখা গেল সেটাই। টানটান উত্তেজনা, প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ, চোখ সরালেই বড় কিছু মিস হয়ে যাওয়ার শঙ্কা-অ্যাসপিরে স্টেডিয়ামে আজ ঠিক এমনই এক জমজমাট লড়াইয়ে পর্তুগালের অতিথি হয়েছিল ব্রাজিল।
বাঁচা-মরার সেই রোমাঞ্চকর ম্যাচ গোলশূন্য ‘ড্র’ হওয়ায় রেফারি সিদ্ধান্ত নেন পেনাল্টি শুটআউটের। যাতে প্রথম পাঁচ শটে সমতায় থাকে দুই দল। তবে সাডেন ডেথে ভুল করে বসে ব্রাজিলের সিকুই। তৃতীয় শটে বারের ওপর দিয়ে মেরে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন তিনি।
প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচে বল দখলের দৌড়ে কিছুটা পিছিয়ে ছিল ব্রাজিল। হলুদ জার্সীধারীরা বল পজিশন ধরে রেখেছিল ৪৪ শতাংশ। অবশ্য আক্রমণে এগিয়ে ছিল তারা- প্রতিপক্ষমুখে পর্তুগালের চারটির বিপরীতে ব্রাজিল নেয় আটটি শট। দু’দলই গোলমুখে দুটি করে শট নেয়। কিন্তু নির্ধারিত সময়ে গোরো খুলতে পারেনি কেউই। যোগ করা ৬ মিনিটেও আক্রমণ-প্রতিআক্রমণ ছিল ম্যাচে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শুটআউটে।
পাঁচ পেনাল্টির প্রথম শট নেন পর্তুগালের টমাস আলভেস। বাঁ প্রান্ত দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ব্রাজিলের প্রথম শট নেন ফরোয়ার্ড ডেল। একই কায়দায় শট নেন তিনিও। ভাগ্য ভালো ব্রাজিলের-পর্তুগাল গোলকিপার কুনহা ডাইভ দিলেও বল তার নাগালের বাইরে ছিল।
পর্তুগালের হয়ে দ্বিতীয় শট নেন কা। শক্তিশালী সোজা শটে সফল হন এই স্ট্রাইকার। ব্রাজিলের হয়ে এবার শট নেন থিয়াগো। ডানদিকে নিচু শটে তিনি গোল পান।
পর্তুগালের তৃতীয় শট নেন সান্তিয়াগো সিলভা। ঝুঁকি না নিয়েই সফলতা পান। ব্রাজিলের হয়ে শটের দায়িত্ব পান লুকাস। রাগ-ক্ষোভে ফুঁসতে থাকা এই মিডফিল্ডার ঠান্ডা মাথায় শটে জালে বল জড়ান।
পর্তুগালের চতুর্থ শটেও গোল হয়-জোয়াও পেদ্রোর শট আটকাতে পারেননি ব্রাজিল গোলরক্ষক। ব্রাজিলের পঞ্চম শটেও ফেলিপে গোল করেন।
দুই দলের পাঁচটি করে শট শেষে ফল সমান থাকায় শুরু হয় সাডেন ডেথ। সাডেন ডেথের প্রথম শটে ভুল করেন পর্তুগাল গোলরক্ষক কুনহা-বারের অনেক ওপর দিয়ে শট নেন তিনি। চাপ বাড়ে পর্তুগালের ওপর। তবে ব্রাজিলের পাবলোও ভুল করে বসেন-তার শট বার থেকে ফিরে আসে।
সাডেন ডেথে পর্তুগালের দ্বিতীয় শট নেন জোয়াও আরাগোয়া এবং সফল হন। ব্রাজিলের গ্যাব্রিয়েল মেকও গোল করে সমতায় ফেরান।
পর্তুগালের তৃতীয় শট নেন নেটো। এবার ভুল করেন ব্রাজিলের সিকুই-বারের ওপর দিয়ে শট নেন তিনি।
এতেই স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।
টিজে/টিয়ে