সম্প্রতি হওয়া ভূমিকম্পের কারণে সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করে থাকেন।ফাটলের কারণে ভবনটিতে অফিস করা কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, এক নম্বর ভবনে ইটের নির্মিত পাঁচ ইঞ্চি দেয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে।
অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগিরই এ ফাটল মেরামত করা হবে।
টিজে/টিয়ে