সৈয়দপুরে ট্রলি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রলি মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেছে।
পিএ/টিএ