মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরে গেছে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ।
বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক রূপালী আক্তার।
চাইনিজ তাইপের ম্যাচের শুরুতে রূপালীকে বিদায় জানিয়েছে কাবাডি ফেডারেশন। কাবাডিতে অবসরের সময় খেলোয়াড়দের বিদায় দেওয়াটা খানিকটা ব্যতিক্রম ভাবেই হয়।। জাতীয় পুরুষ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সির মতো নারী দলের অধিনায়ক রূপালী আক্তারও রাজসিক বিদায় পেয়েছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ‘হ্যাপি রিটায়ারমেন্ট’ লেখা শ্যাষে পড়িয়ে দিয়েছেন তাকে।
বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার ম্যাচ শেষে বলেন, ‘ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম ম্যাচের শুরুতে। আসলে অনেক দিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই। ক্যারিয়ারের কোনো কিছু নিয়ে খারাপ লাগা নেই সেরকম। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোনো না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।’
পিএ/টিএ