ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে, মাঝে এমনই গুঞ্জন চাউর হয়েছিল ঢালিউডে। তবে সেই জল্পনা বেশি দূর গড়াতে পারেনি। কারণ, কাজের বাইরে শুভর খোঁজ মেলে না বললেই চলে। ব্যক্তিজীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী, তেমনি আড়ালপ্রিয়।
তবে ইস্যু ধামাচাপা পড়লেও কৌতূহলের ছোঁয়া এখনও রয়ে গেছে।
এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক-নায়িকা। ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন। যেখানে ঐশীকে দেখা গেছে শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন তিনি; ছবির মাধ্যমেই যেন নিজেরাই বলছে তাদের গল্প।
কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তাঁর ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
দুটি ছবি, দুটি বাক্য-কিন্তু সুর এক।
আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন: শুভ–ঐশীর সেই গুঞ্জন কি তবে ফিরছে? না কি অন্য কিছু?
এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে।
তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে-এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে।
আরপি/টিকে