দক্ষিণ ভারতীয় সঙ্গীতের অন্দরে যেন নতুন এক স্রোত। বহু জনপ্রিয় ছবির সুরকার অনিরুদ্ধ রাভিচান্দর নিজের জন্য খুলে দিলেন এক নতুন অধ্যায়ের দরজা। শুরু করলেন নিজস্ব সঙ্গীত লেবেল, আর তার প্রথম কাজ হিসেবে বেছে নিলেন সিলাম্বরাসন অভিনীত ও ভেট্রিমারান পরিচালিত নতুন ছবি আরাসানের সাউন্ডট্র্যাক।
অনিরুদ্ধ সাধারণত একটি ছবির জন্য যে পারিশ্রমিক নেন, তা বহুদিন ধরেই আলোচনার বিষয়। প্রায় পনেরো কোটি রুপির বিনিময়ে কাজ করাই তাঁর নিয়ম। কিন্তু এই ছবিতে তিনি নিয়েছেন মাত্র আট কোটি। কারণ একটাই পুরো সঙ্গীতের মালিকানা থাকছে তাঁর নিজের হাতে। নিজের ব্র্যান্ড গঠনের এই কৌশলকে অনিরুদ্ধ দেখছেন ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে।
এই সিদ্ধান্ত শুধু তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার নয়, দক্ষিণ ভারতীয় সঙ্গীতের কাঠামোকেও নাড়িয়ে দিতে পারে। সঙ্গীতের অধিকার নিয়ে ইলাইয়ারাজা ও এ আর রহমানের মতো কিংবদন্তিরা বহুদিন ধরে নানা দাবি তুলছেন। নির্মাতার হাতে নয়, শিল্পীর হাতে সৃষ্টির মালিকানা থাকা উচিত এই মত অনেকেরই। অনিরুদ্ধের পদক্ষেপ সেই আলোচনাকেই আরও সামনে এনে দিল।
অন্যদিকে আরাসান শুরু থেকেই ব্যাপক আগ্রহের কেন্দ্র। ভেট্রিমারানের পরিচালনা, সিলাম্বরাসনের অভিনয় আর কালীপুলি এস ধানুর প্রযোজনা সব মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। তাতে যোগ হলো অনিরুদ্ধের নতুন লেবেলের প্রথম সুরের কাজ। ফলে ছবির সুর প্রকাশ পাওয়া মাত্রই দক্ষিণ ভারতের সঙ্গীত ভুবনে বড় আলোড়ন তোলার আশঙ্কা থাকছেই।
নতুন লেবেল অনিরুদ্ধের সঙ্গীতে স্বাধীনতার নতুন দুয়ার খুলে দিল। এখন দেখার, এই উদ্যোগ ভবিষ্যতে দক্ষিণের সঙ্গীত শিল্পে কী পরিবর্তন আনে।
আরপি/টিকে