তামিল সিনেমার ভক্তদের মধ্যে যেন নতুন করে উত্তেজনার ঢেউ উঠেছে। কারণ ভেট্রি মারানের পরিচালনায় সিম্বুর ৪৯তম ছবি ‘আরাসান’-এ এবার যোগ দিলেন বিজয় সেতুপতি। ভেট্রি মারানের সঙ্গে সেতুপতির আগের কাজ ‘বিদুথলাই’ আজও প্রশংসিত, আর সিম্বুর সঙ্গে তাঁর পর্দা-রসায়ন দেখা গিয়েছিল ‘চেক্কা চিভন্থা ভানাম’-এ। ফলে এই পুনর্মিলনকে ঘিরে স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশা।
‘ভাদা চেন্নাই’ এর বিস্তৃত জগতেরই আরেক অনুচ্চারিত অধ্যায় নিয়ে আসছে ‘আরাসান’। ভেট্রি মারান সেই অন্ধকার, কাঁচা, বাস্তবধর্মী দুনিয়াকে আরও গভীরভাবে খুঁড়ে দেখাতে চলেছেন। এখানে সিম্বু থাকছেন দুই রূপে একদিকে অশান্ত বিদ্রোহী তরুণ, অন্যদিকে বয়সের ছাপ ধরা অভিজ্ঞ, কঠিন রূপ। এই দ্বৈত চরিত্রকে ঘিরেই গল্পের টানাপোড়েন তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
চেনা মুখদের সঙ্গে নতুন সংযোজনও কম নয়। আন্দ্রেয়া জেরেমিয়া, সমুত্তিরাক্কানি, কিশোরের পাশাপাশি যুক্ত হয়েছেন মানিকন্দন ও নেলসন দিলীপকুমার। আর প্রযোজনায় আছেন কালাইপুলি এস থানু যিনি সবসময়ই বড় মাপের গল্পকে বড় ক্যানভাসে তুলে ধরতে পরিচিত। সংগীতে আছেন অনিরুদ্ধ, যিনি ‘আরাসান’কে তাঁর নতুন সূচনা হিসেবে দেখছেন।
নারী চরিত্রে কে থাকছেন এ নিয়ে জোর গুঞ্জন চলছে। নাম ঘুরছে কীর্তি সুরেশ ও সামান্থার। যদিও কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু এই দুজনের যেকোনো একজন যুক্ত হলে ছবির আবেদন আরও বেড়ে যাবে বলেই মনে করছেন ভক্তরা।
সব মিলিয়ে ‘ভাদা চেন্নাই’ যে আসলে শেষ নয়, বরং আরও গভীরে যাওয়ার শুরু ‘আরাসান’-এর দলবল যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। আর বিজয় সেতুপতির আগমন ছবিটিকে ইতিমধ্যেই এক ধাপ উপরে তুলে দিয়েছে।
এসএস/টিকে