ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ছাইয়ের ঘন মেঘ ভারতমুখী হওয়ায় সোমবার ভারতজুড়ে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোকে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় সতর্কতা জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর পর গত রোববার অগ্নুৎপাত করে। ছাইয়ের ঘন মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে পড়ে। এছাড়া বর্তমানে তা উত্তর আরব সাগরের ওপর দিয়ে ভারতের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
ঘন ছাইয়ের অংশগুলো দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এতে দিল্লি ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ বাড়তে পারে বলে আশঙ্কা থাকলেও ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উপরে থাকায় ঝুঁকি তুলনামূলক কম। ছাইয়ের কারণে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে।
আকাসা এয়ার জানায়, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইন্ডিগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।
ডিজিসিএ এয়ারলাইন্সগুলোকে ছাই–প্রভাবিত আকাশসীমা এড়িয়ে চলতে, রুট ও জ্বালানি পরিকল্পনা সমন্বয় করতে নির্দেশ দিয়েছে। ছাইয়ের সম্ভাব্য প্রভাব দেখা গেলে বিমানবন্দরগুলোকে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রন পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্যাটেলাইট ডেটা ও আবহাওয়ার তথ্যের মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
ইএ/টিকে