ঘরের মাঠে সিরিজ বাঁচাতে অগ্নিপরীক্ষায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্ট জিততে হলে রানতাড়ার বিশ্বরেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। জয় তো পরের কথা এই টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ হওয়া ঠেকাতেও এক দিনের বেশি সময় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে গৌতম গম্ভীরের শিষ্যরা। ত্রিস্তান স্ট্যাবস সেঞ্চুরি মিস করলেও প্রথম ইনিংসে পাওয়া লিডটাকে পাহাড়সম জায়গায় নিয়েই ইনিংস ঘোষণা করল প্রোটিয়ারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেছেন ত্রিস্তান স্ট্যাবস।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রান করতে হবে। এই টেস্ট জিততে হলে এখন ভারতকে চতুর্থ ইনিংসে রান তাড়ার ২২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙতে হবে। ২০০৩ সালে অ্যান্টিগুয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের জন্য কাজটা আরও বেশি কঠিন। কারণ তাদের এই রান করতে হবে সম্ভাব্য ১১০ ওভারের মধ্যেও। টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার জন্যও দারুণ সুযোগ। এর আগেই ১০ উইকেট তুলে নিতে পারলে ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে প্রোটিয়ারা। তবে, কলকাতা টেস্টে জয় পাওয়ায় অন্তত সিরিজ জয় নিশ্চিতই বলা যায় টেম্বা বাভুমার দলের জন্য।
এসএস/টিকে