রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল আজ (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধিদল মার্কিন শান্তি পরিকল্পনার শর্তগুলোতে রাজি হয়েছে। কর্মকর্তার কথায়, ‘কিছু ছোটখাটো বিষয় এখনও সমাধানের অপেক্ষায় আছে, তবে তারা মূল চুক্তিতে সম্মত হয়েছে।’
মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল সোমবার (২৪ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি গোপন বৈঠকে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের পর ইউক্রেনের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার খবর প্রকাশ পেয়েছে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রাশিয়ার প্রতিনিধিদল সরাসরি আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেন, যেখানে যুক্তরাষ্ট্র এই আলোচনায় সমর্থন প্রদান করে।
যুক্তরাষ্ট্র তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানের জন্য ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। এরপরই আবুধাবিতে এই আলোচনার বড় অগ্রগতি দেখা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে ‘দারুণ অগ্রগতি’ হয়েছে, তবে কিছু কাজ এখনও বাকি আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উল্লেখ করেছেন, ‘ট্রাম্পের দল আমাদের কথাকে মনোযোগ দিয়ে দেখছে।’
ফাঁস হওয়া প্রস্তাবের শর্ত নিয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিছু উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে তা স্বাগত জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকেও প্রস্তাবটি সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবে বিবেচিত হয়েছে।
এসএস/টিএ