খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতিতে নানা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অনুশীলনের সময় কোচরা খেলোয়াড়দের মুভমেন্ট নজরে রাখতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকে। এখন তো খেলোয়াড়দের বুটেও (জুতা) প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তবে এবার অনুশীলনে নিজের পারফরমেন্সের উন্নতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মেটা ভ্যানগার্ড স্মার্ট গ্লাস ব্যবহার করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
মেটা ও ওকলে’র যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যানগার্ড গ্লাসে রয়েছে ওকলে প্রিজম লেন্স, যা ফিল্ড ভিশনকে আরও পরিষ্কার করে তোলে। এছাড়া আছে ১২ মেগাপিক্সেলের হ্যান্ডস-ফ্রি ক্যামেরা, যা থ্রি-কে রেজুলিউশনে ভিডিও ধারণ করতে পারে এবং ওপেন-ইয়ার স্পিকার সিস্টেম।
এমবাপ্পে অনুশীলনের সময় তার দৌড়, ড্রিবল কিংবা শট নেয়ার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে পরে তাৎক্ষণিক বিশ্লেষণ করতে পারেন। জার্মিন বা স্ট্রাভা’র মতো পারফরম্যান্স ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়ে গ্লাসটি তাকে ইনস্ট্যান্ট মেট্রিক্স দেখায়। যেখানে স্পিড, অ্যাঙ্গেল, রিদম, ফুট স্টেপসহ নানা তথ্য সন্নিবেশন করা থাকে।
এদিকে এমবাপ্পের নজর ২০২৬ বিশ্বকাপ। আগামী বছরের বিশ্বকাপে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে এমন প্রযুক্তি ব্যবহার করে নিজের আচার-আচরণ রেকর্ড করছেন তিনি। যা তাকে বিশ্লেষণ করতে সাহায্য করবে।
ফ্রান্স এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া সেই বিশ্বকাপে হট ফেবারিটের তালিকায় রয়েছে ফ্রান্স। এখন দেখার বিষয়, এমবাপ্পের এই নতুন প্রযুক্তি তার পারফরমেন্স বৃদ্ধিতে কতটা সাহায্য করে।
এমকে/এসএন