হেমা মালিনী স্মৃতির পথে হাঁটতে হাঁটতে তুলে আনলেন তাঁর অভিনয়জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি ধর্মেন্দ্রর সঙ্গে করা ছবি। তিনি জানান, তাঁদের প্রথম ছবি ‘শরাফত’ এর সেটে দাঁড়িয়েই তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি হাসিমুখে স্মরণ করেন, ওই ছিল আমাদের প্রথম কাজ। আমি তো মনে মনে বলেছিলাম, এতো সুদর্শন মানুষ!
পরবর্তীতে এই জুটি পর্দায় হাজির হন একের পর এক জনপ্রিয় ছবিতে। মোট ৩৩টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর মধ্যে ‘শোলে’, ‘প্রতিজ্ঞা’ এবং ‘ড্রিম গার্ল’ দর্শকের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। তবে হেমার মতে, শুধু জনপ্রিয় ছবিগুলোই নয়, ‘দিল্লাগি’ বা ‘দো দিশায়েন’-এর মতো সরল কিন্তু হৃদয়ছোঁয়া ছবিগুলোর মধ্যেও ছিল অনন্য এক সৌন্দর্য, যেগুলো প্রাপ্য মূল্যায়ন পায়নি।
‘শোলে’ তাঁদের সর্বকালের সেরা সাফল্য হলেও, ‘সীতা অউর গীতা’ ছবিতে দ্বৈত চরিত্রে হেমা মালিনীর অসাধারণ অভিনয় বিশেষভাবে উল্লেখ করেন তিনি। সেখানে ধর্মেন্দ্র ছিলেন মিষ্টি, মনকাড়া এক ভালোবাসার মানুষ। মূলধারার বাণিজ্যিক ছবি হোক বা একটু ভিন্নধারার গল্প প্রতিটি ক্ষেত্রেই এই জুটির রসায়ন এক যুগকে সংজ্ঞায়িত করেছে।
হেমা মালিনীর কথায় বোঝা যায়, তাঁদের ছবিগুলো শুধু স্ক্রিপ্টের গল্প নয়, তার ভেতর ছিল সময়ের স্রোতে বয়ে যাওয়া গভীর অনুভব, প্রেম আর শিল্পীমনের কোমল সংযোগ।
আরপি/এসএন