আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে অনুষ্ঠিত হবে নিলাম। তার আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগেই পাকিস্তানি তারকা স্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
আগেই দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। এবার বিদেশি ক্রিকেটার হিসেবে আবরারের সঙ্গে চুক্তি করেছে তারা। ফ্র্যাঞ্চাইজিটি চাইলে আরো একজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়াতে পারবে।
আবরার দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে আসবেন। এর আগে ২০২৩ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। মাত্র এক ম্যাচ খেলেছিলেন। সেখানে ২২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আবরার।
পাকিস্তান জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন আবরার। চট্টগ্রামকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাদের নিয়েই ৬ দলের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আগামী ৩০ নভেম্বর হবে বিপিএল নিলাম।
এসএস/টিএ