ফিল্মমেকার ও অভিনেতা ফারহান আখতার সম্প্রতি ‘ডন’ ছবির সেট থেকে একটি মজার ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যার মূল চরিত্র ছিলেন শাহরুখ খান। এই দুই সুপরিচিত বন্ধুত্বপূর্ণ জুটির সহযোগিতায় বহু আইকনিক মুহূর্ত জন্মেছে, কিন্তু প্যারিসে ঘটে যাওয়া একটি স্মৃতি ফারহানের কাছে এক হাস্যকর কিন্তু ব্যথাজনক অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে।
ফারহান হেসে বলেন, “আমার ঘাড় পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল,” যখন তিনি শাহরুখের সুপ্রয়াস কিন্তু ব্যর্থ ম্যাসাজ দেওয়ার চেষ্টা স্মরণ করছিলেন। মিড-ডে’র ‘সিট উইথ হিটলিস্ট’ অনুষ্ঠানে ফারহান খোলাসা করেন, ডিল চাহতা হাই ছবির পর থেকে তাদের বন্ধুত্ব কিভাবে গভীর হয়। ছবির সেটে তাদের কথোপকথন, সময় কাটানো এবং একে অপরের প্রতি প্রশংসা অবশেষে ‘ডন’-এর ব্লকবাস্টার সহযোগিতায় পরিণত হয়।
কিন্তু সবকিছুই সহজ ছিল না। শীতল আবহাওয়ার কারণে ফারহান ঘাড়ের ব্যথায় ভুগছিলেন। শাহরুখ সাহায্যের হাত বাড়ান ম্যাসাজ এবং ব্যথানাশক দেওয়ার প্রস্তাব দিয়ে। পরের সকালে? ফারহান হেসে বলেন, “আমি আমার ঘাড় নড়াতে পারছিলাম না!” এবং এটি তিনি উল্লেখ করেন শাহরুখের “সবচেয়ে খারাপ ম্যাসাজ” হিসেবে।
ব্যর্থ ম্যাসাজের অভিজ্ঞতা সত্ত্বেও, ফারহান শাহরুখের এমন উষ্ণতা এবং মাধুর্যকে স্মরণ করেন, যা তাকে কেবল সিনেমার পর্দায় নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও প্রিয় করে তুলেছে।
আরপি/এসএন