ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্তত দুই হাজার বাসিন্দা। অন্যদিকে, থাইল্যান্ডের ৩০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।
মাত্র এক রাতের বৃষ্টি, আর তাতেই ডুবে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলের সিবোলগা শহর। আকস্মিক এ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন দুই হাজারেরও বেশি মানুষ। অনেকেই আটকা পড়েছেন বাড়িতে। তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
বৃষ্টিপাতের তীব্রতা বিবেচনায় ভূমিধ্বস-প্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
থাইল্যান্ডেও বন্যায় বিপর্যস্ত অসংখ্য মানুষ। ভূমিধ্বসের কবলে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।
বলা হচ্ছে, দেশটির ৩০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি প্রদেশ। এতে অন্তত দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
ইউটি/টিএ