হাসিনাকে ফেরাতে বাংলাদেশের ‘অনুরোধ’ খতিয়ে দেখছে ভারত
মোজো ডেস্ক 08:00PM, Nov 26, 2025
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার জানিয়েছেন, বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ‘অনুরোধ’টি ভারত বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে।
তিনি বলেন, গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো অনুরোধটি করা হয়েছিল এবং বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় হাসিনার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই মাসেই এটি পুনরাবৃত্তি করা হয়। চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে এই অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে।
এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
গত জুলাইয়ের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
মামলার রায় ঘোষণার পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
রায়ের দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুজনকে প্রত্যর্পণের দাবি তোলে। পরে সচিবালয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভারতকে আবারও চিঠি পাঠানোর পরিকল্পনার কথা জানান। এরপর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন চিঠি পাঠানো হয়।