নতুন কোনো ক্লাব নয়, বায়ার্ন মিউনিখেই নিজের ভবিষ্যৎ দেখছেন হ্যারি কেইন। জার্মান ক্লাবটিতে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ইংলিশ তারকা স্ট্রাইকার।
২০২৩ সালের অগাস্টে টটেনহ্যাম হটস্পার থেকে রেকর্ড সাড়ে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। বুন্দেসলিগায় চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
মিউনিখে আসার দুই বছরের মাথায় ক্যারিয়ারের অধরা এক অর্জন ধরা দেয় কেইনের হাতে। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পান তিনি। গত মৌসুমে বায়ার্নের লিগ শিরোপা পুনরুদ্ধারে বড় ভূমিকাও রাখেন তিনি।
চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন কেইন; বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচেই ২৪ গোল করেছেন তিনি। দুর্দান্ত ছন্দে ছুটে চলা এই ফরোয়ার্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে গুঞ্জন শোনা যায় অনেকদিন ধরেই। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তার বার্সেলোনায় যোগ দেওয়ার আলোচনাও।
তবে বায়ার্ন ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছাই নেই কেইনের। বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বায়ার্ন। আগের দিন গণমাধ্যমকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান ৩২ বছর বয়সী এই ফুটবলার।
“(বায়ার্নে যোগ দেওয়া) এটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি। নতুন লিগ, বায়ার্ন মিউনিখের মতো দল, এই ইউরোপীয় (ফুটবলের) রাতগুলো, জার্মান লিগের আবহ-এসব অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে দারুণ এক অধ্যায় যোগ করেছে এবং আমাকে খেলোয়াড় হিসেবে উন্নত করেছে।”
“আমি আরও দীর্ঘ সময় (বায়ার্ন মিউনিখে) থাকতে আগ্রহী। এখন আমরা যে অবস্থায় আছি এবং যেভাবে খেলছি, তাতে আমি মনে করি, আমরা ইউরোপের সেরা দলগুলোর একটি। আমি কোনো দলের দিকে তাকিয়ে ভাবি না, ‘ওখানে যেতে চাই।’ আমি এখানে সত্যিই খুশি। আমার চুক্তিতে এখনও ১৮ মাস বাকি আছে এবং আমি নিশ্চিত ভবিষ্যতে (নতুন চুক্তির বিষয়ে) অবশ্যই আলোচনা হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটি জিতেছে বায়ার্ন ও আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে আছে বায়ার্ন, আর্সেনাল আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট ইন্টার মিলানেরও।
এসএস/টিএ