শিল্পের আলোয় বড় হয়েছেন কোয়েল মল্লিক। পর্দায় তার হাসি-আলোয় মুগ্ধ দর্শক, কিন্তু বাস্তব জীবনে তিনি একজন মা আর সেই পরিচয়েই বেড়ে উঠছে তার নতুন দায়িত্ববোধ। সম্প্রতি এক আলোচনায় কোয়েল খোলামেলা ভাবে বললেন সন্তানের শিক্ষা, আচরণ আর আত্মরক্ষার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথা।
কোয়েল জানালেন, তিনি কখনোই চান না তার সন্তান কাউকে আঘাত করতে শিখুক। সহিংসতা নয় এটাই তার প্রথম শিক্ষা। কিন্তু একই সঙ্গে তিনি এটাও মানেন, পৃথিবী সবসময় নরম নয়। তাই সন্তানকে দুর্বল করে বড় করাও ঠিক নয়।
তার ভাষায়, সন্তানের প্রতি স্নেহের সঙ্গে সঙ্গে একটি বাস্তবতার কথাও স্বীকার করতে হয় “আমি চাই না আমার ছেলে কারও প্রতি আঘাত হানে। কিন্তু সে যেন দশটা ঘুষি খেয়ে বাড়ি না ফেরে। তাই সঠিক শিক্ষা খুবই দরকার।”
মায়ের এই দৃঢ় অবস্থান যেন ছুঁয়ে যায় বাস্তব অভিজ্ঞতার মাটি। কোয়েল মনে করেন, সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে ঠিকই, তবে আত্মরক্ষা শেখানোও সমান জরুরি। যাতে ভুল পথে নয়, সঠিক শক্তিতে বলীয়ান হয় তার ভবিষ্যৎ।
কোয়েলের এই বক্তব্য এখন আলোচনায়। অনেকেই বলছেন, বর্তমান সমাজে শিশুদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে তোলাই সময়ের দাবি। যেন তারা নরম থাকে মানবিকতায়, কিন্তু কঠিন হয় অন্যায়ের সামনে দাঁড়াতে।
কোয়েলের মতো মায়েরা এই কথাই মনে করিয়ে দেন শিক্ষা শুধু বইয়ে নেই, জীবনযুদ্ধেও আছে।
এসএস/টিএ