তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্যের জেরে দেশটির বিশিষ্ট সাংবাদিক ফাতিহ আলতায়লিকে ৪ বছর ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৬শে নভেম্বর) ইস্তাম্বুলের একটি আদালত এই রায় ঘোষণা করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি।
ফাতিহ আলতায়লি তুরস্কের একজন জনপ্রিয় স্বাধীন সাংবাদিক, যার ইউটিউব চ্যানেলে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এরদোয়ানের আজীবন ক্ষমতা ধরে রাখার বিষয়ে একটি জনমত জরিপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করার পর, গত জুন মাসে তাকে বিচারের জন্য কারাগারে পাঠানো হয়েছিল।
ভিডিওটিতে আলতায়লি অটোমান ইতিহাসের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছিলেন যে, তুর্কিরা অতীতে এমন শাসকদের "হত্যা" বা "ডুবিয়ে" মেরেছে, যাদের তারা আর ক্ষমতায় দেখতে চায়নি। ইস্তাম্বুলের আদালত জানিয়েছে, "প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার" অপরাধে আলতায়লিকে এই সাজা দেওয়া হয়েছে এবং তাকে কারাগেই থাকতে হবে।
শুনানির সময় আলতায়লি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এরদোয়ানকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না।
আলতায়লির আইনজীবী এরিনক সাগকান আদালতের এই রায়কে সম্পূর্ণ 'বেআইনি' ও মৌলিক স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি জানান, তার মক্কেল এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সাগকান বলেন, এই রায় 'সমগ্র সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভীতি প্রদর্শন এবং সব ভিন্নমত দমনের হাতিয়ার।'
তুরস্কে গত এক বছরে বিরোধী দলের ওপর ব্যাপক দমন-পীড়ন লক্ষ্য করা গেছে। এর আগে গত মার্চে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে জেলে পাঠানো হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৪ সালের প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান ১৫৮তম।