বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে জামায়াতর টিকিট না কাটলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারে না। জান্নাতের টিকিট শুধুমাত্র আমাদের কর্মের মধ্যে পাওয়া যাবে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিবন্দরে এক পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একই দিনে গনভোট আর জাতীয় নির্বাচন হলে 'জেনোসাইড' হবে বলে জামায়াতের আমির বক্তব্য দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে তারা গণহত্যার দোসর ছিলেন; কিন্তু আজকে গণহত্যার সুযোগ নেই। এমনটা করতে চাইলে দেশের মানুষ তাদের রুখে দিবে। এ সময় জামায়াত দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন। দলের প্রধান খালেদা জিয়া এমনিতেই নির্বাচিত হয়ে গেছেন। তার সঙ্গে দিনাজপুর-৪ সহ আশপাশের আসনের মনোনীতরা সবাই ভাগ্যবান বলেও মন্তব্য করেন তিনি।
এমআর/টিএ