প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মুনাফা গ্রহণের চাপে কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে, ফেডারেল রিজার্ভের পরস্পরবিরোধী বার্তার কারণে বিনিয়োগকারীরা এখনো ডিসেম্বরে মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ৮০ ডলারে নেমেছে।
গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, ‘বুধবার দামের যে উত্থান দেখা গেছে, তার পর এখন মূলত মুনাফা নেয়া হচ্ছে। ফেড কী করবে তা এখনো স্পষ্ট নয়, তাই স্বর্ণের দাম এক ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে যাচ্ছে।’
ফেডের নীতিকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তা রাতারাতি সুদের হারের সঙ্গে যুক্ত সোয়াপশন ও ডেরিভেটিভ বাজারে হেজিং প্রবাহ বাড়িয়েছে। বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নীতিগত ঝুঁকি থেকে সুরক্ষা নিচ্ছেন।
এর মধ্যে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, শ্রমবাজার দুর্বল থাকায় ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। তবে বেশ কয়েকজন আঞ্চলিক ফেড প্রেসিডেন্ট ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যে আরও দৃঢ় অগ্রগতি না হলে শিথিল নীতি গ্রহণ করা ঠিক হবে না।
এদিকে জেরোম পাওয়েলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত কেভিন হ্যাসেট বলেছেন, সুদের হার আরও কম হওয়া উচিত। সিএমইর ফেডওয়াচ টুল বলছে, ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশ। মূলত কম সুদের হারের পরিবেশ সাধারণত অ-ফলনশীল স্বর্ণের জন্য ইতিবাচক।
বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক বেকারভাতা দাবির সংখ্যা কিছুটা কমেছে। তবে শ্রমবাজার এখনো পর্যাপ্ত কর্মসংস্থান তৈরিতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি চাকরি ও পারিবারিক আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে নভেম্বরে মার্কিন ভোক্তাদের আস্থাও দুর্বল হয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ৮৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১১ দশমিক ০৪ ডলারে উঠেছে। প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৯ দশমিক ৮৭ ডলারে।
পিএ/এসএন