ভয়াবহ আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব কড়াইল বস্তিবাসী। এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে কোনোভাবে নিজের প্রাণটুকু বাঁচিয়েছে। শীতের হিমেল হাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটালো আগুনে খোলা আকাশের নিচে এক হাজারেরও বেশি পরিবার।
আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে কড়াইল বস্তিবাসী।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লকের বাসিন্দারা খামারবাড়ি ঈদগাহ মাঠে, এরশাদ স্কুলমাঠ কিংবা মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আশ্রয় নিয়েছেন। টিঅ্যান্ডটি মাঠে, শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। রাতে মশার কামড় ও হালকা শীত থেকে বাঁচতে কাঠ, প্লাস্টিক পুড়িয়ে মাঠে বসে ছিল অনেক পরিবার। শিশুদের নিরাপদ রাখতে কেউ কেউ সামিয়ানা টানিয়ে তার নিচে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে এক হাজার ৫০০ ঘর পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আরপি/এসএন