দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি চলবে আগামী ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দলটি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করেছে বলে এ সময় জানান তিনি।
এর আগে, শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় বিএনপির এ নেতা তার বক্তব্যে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনও পার্থক্য নেই।
রুহুল কবির রিজভী বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনও পার্থক্য নেই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছে। তারা গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা।'
এবি/টিকে