ধর্মীয় উগ্রবাদীরা দেশকে মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বাউলদের ওপর হামলাকারী সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। তিনি সারা দেশে বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর আক্রমণ, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ কর্মসূচিতে তথাকথিত তৌহিদি জনতার নামে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সঙ্গে দেশের সব বাম প্রগতিশীল গণতন্ত্রকামী দল, ব্যক্তি ও গোষ্ঠীকে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, কথিত ইসলাম অবমাননার অভিযোগে সম্প্রতি বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তির দাবিতে এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদে যখন দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বাউল সম্প্রদায়সহ বিভিন্ন গণতন্ত্রমনা প্রগতিবাদী মানুষ, তাদের সেই প্রতিবাদ কর্মসূচিতে কথিত তৌহিদী জনতার নামে উগ্র ধর্মাবাদীগোষ্ঠী হামলা-আক্রমণ চালাচ্ছে।
বাসদ সাধারণ সম্পাদক বলেন, গত বছর ছাত্র-শ্রমিক, জনতার অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল ধর্ম-বর্ণ, লিঙ্গ, জাতি ভেদাভেদ দূর হবে; সকল প্রকার সাম্প্রদায়িক হানাহানি বন্ধ হবে।
কিন্তু ফল হয়েছে উল্টো। অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে সারা দেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাতিই শুধু নয়, একই ইসলাম ধর্মাবলম্বী অপরাপর তরিকার মানুষের ওপর মওদুদীবাদী ও ওয়াহাবী ধর্মাবলম্বী উগ্র ধর্মান্ধগোষ্ঠী তাদের মত চিন্তা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টাসহ একের পর এক হামলা পরিচালনা করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে।
ইএ/টিকে