অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্পর্ক নিয়ে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "অনেক সময় আমরা ভুলে যাই, মা-বাবা হওয়ার থেকেও বড় জিনিস, তাঁরা মানুষ। তাঁদেরও চাওয়া-পাওয়া রয়েছে। সব কথা যে সন্তানদের সঙ্গে বলতে পারবেন তেমনটা নয়। তাঁদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে।"
এই কথার পর তিনি আরও জানান, "সত্যিই মাঝেমাঝে ভাবি, আমার তো এখন একটা জগৎ আছে। কাজের ব্যস্ততা রয়েছে। বন্ধুরা আছে। মনের কথা বলার মানুষ আছে। কিন্তু মায়ের তো একা লাগতে পারে! সব কথা কি আমার সঙ্গে বলতে পারে?"
রুক্মিণীর এই উক্তি থেকে বোঝা যায়, তিনি কেবল নিজের জীবনের ব্যস্ততা নিয়ে ভাবছেন না, বরং মা-বাবার অনুভূতিও গভীরভাবে উপলব্ধি করছেন। একজন সন্তান হিসেবে তিনি স্বীকার করেছেন যে, কাজের চাপ ও ব্যক্তিগত জীবন আমাদের প্রায়শই বাবা-মায়ের জন্য পর্যাপ্ত সময় দেয় না। তিনি মনে করেন, পরিবারের মধ্যে সংলাপ এবং অনুভূতির শেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুক্মিণীর এই প্রতিফলন শুধু ভক্তদের জন্য নয়, সমাজের সকল প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। এটি একটি বার্তা যে, বাবা-মা হওয়ার দায়িত্ব থাকলেও, তাদেরও সঙ্গ এবং মনোযোগের প্রয়োজন থাকে।
টিজে/টিকে