রাজ চক্রবর্তীর ছোট্ট একটুখানি কথায় যেন লুকিয়ে থাকে একটি পরিবার, তার ভেতরের টানাপোড়েন আর সম্পর্কের গভীরতা। তিনি লিখলেন মাই সবচেয়ে আগলে রাখে সন্তানকে, কিন্তু সন্তান বাবার দ্বন্দ্বে অনেক সময় মা বাবাকেই সমর্থন করে। এই সহজ বাক্যের মধ্যেই উঠে এল এক চিরচেনা ঘরের গল্প, যেখানে ভালোবাসা, অভিমান আর দায়িত্ববোধ মিলেমিশে একটাই পরিবারকে ধরে রাখে।
রাজের কথায় যেন দেখা যায় সেই মধ্যবিত্ত সংসারের ঘরোয়া দৃশ্য একদিকে আবদারী সন্তান, অন্যদিকে দৃঢ় কিন্তু মমতাময় বাবা, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মা, যে সন্তানকে বুকে টেনে নেয়, আবার প্রয়োজন হলে বাবার কথাকেই সত্য হিসেবে মেনে নেয়। হয়তো এই দেখেই রাজ বলতে চেয়েছেন, পরিবারের শান্তি ধরে রাখার দায়িত্ব সবচেয়ে বেশি থাকে এই মায়েদের কাঁধে।
পরিচালকের এই পোস্টে অনেকেই খুঁজে পেয়েছেন নিজের ঘরের গল্প। কেউ লিখছেন, রাজ যেন তাদের সংসারেরই ছবি এঁকেছেন। কেউ বলছেন, এই জেনারেশনকে পরিবার বোঝাতে এমন কথারই দরকার ছিল।
মাটির গন্ধমাখা এই পোস্ট আবারও মনে করিয়ে দিল, পরিবারের আসল শক্তি থাকে বোঝাপড়া আর সমর্থনে, যেখানে মা–বাবাই সন্তানের প্রথম পৃথিবী।
এমকে/এসএন