বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া এ দেশের ঐক্যের প্রতীক। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যে সংকট আসছে তা মোকাবেলায় বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন।
কারণ খালেদা জিয়ার বিকল্প এই বাংলাদেশে এখন আর কেউ নেই। তাই তাঁর রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তারুকদার ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।
টিকে/