এমপি হতে পারলে বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব : ওসমান হাদি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে এবার রাজধানীতে ভ্যান র‍্যালি করেছেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ভ্যান র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছায়।

শরিফ ওসমান হাদি তার বক্তব্যে বলেন, ‘যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা চাদাবাজি করে, দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে বইলা দেব। সব হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি মাস্তান, গরম মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই—বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়াতন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব।

আমি একা ওসমান হাদি ঢাকা-৮ এর প্রার্থী নই। সব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ৩০০ আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে, আমরা তাদের সবার জন্য প্রচারণা করব।

তিনি আরো বলেন, বন্ধুরা, আজকে যে লিফলেটটি আপনাদের হাতে এসেছে, এটি আমার ব্যক্তিগত অর্থে তৈরি করা নয়। শহীদ পরিবারের সদস্যরা আমাদের ডিজাইন সংগ্রহ করে নিজেরাই এটি ছাপিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।

এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আরো জানাতে চাই, এই কর্মসূচির পরে শাহবাগে আমরা ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করছি। সেখানে জাতীয় কবির গানসহ জুলাইয়ের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবু জানাই- বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। তারা ভালোবাসা থেকেই এই কনসার্টে অংশ নিচ্ছে।

ওসমান হাদি বলেন, অনেকে জানতে চান-তফসিল ঘোষণা হলে আমরা কী করব। আমরা ইতিমধ্যে পাড়া-মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছি। প্রতিদিন বোর্ড নিয়ে গেলে জনতা সেখানে নিজেদের চাহিদা লিখে দিচ্ছেন। আপনাদের প্রতিটি লেখা আমরা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। তারা সেগুলো গুছিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে। ইনশাআল্লাহ, আমরা আবারও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই সমাধানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পডকাস্টেও বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব।

তিনি বলেন, ঢাকা-৮ নিয়ে মানুষের মধ্যে কেন এত আগ্রহ-এর একটি কারণ হলো, রাজধানীতে যে অনিয়ম, চাঁদাবাজি বা দখলদারি হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। কারণ এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবস্থিত।

আমি যদি ইনশাআল্লাহ এমপি হতে পারি, তবে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। কেউ যাতে অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলব। অনেকে বলেন, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। আমি বলতে চাই, সিস্টেম ভাঙা আমার উদ্দেশ্য নয়; বরং সিস্টেমকে স্বচ্ছ, কার্যকর ও ন্যায়ভিত্তিক করা এটাই হবে আমাদের লক্ষ্য।

আমরা দেশের অন্য ২৯৯ আসনের প্রতিনিধিদের সঙ্গেও ন্যায় ও শুদ্ধতার ভিত্তিতে সমন্বয় করে কাজ করতে চাই, যাতে জনগণের ম্যান্ডেটই সর্বোচ্চ শক্তি হয়ে দাঁড়ায়। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব।

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। প্রচারণার অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে আজ সন্ধ্যায় ‘কনসার্ট ফর ঢাকা-৮’ আয়োজন করা হয়েছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী Jan 13, 2026
img
সামরিক পদক্ষেপের আগে ইরানের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন জেডি ভ্যান্স Jan 13, 2026
img
বড়দের মঞ্চে ১৬ বছরের অভিনেতার বাজিমাত! Jan 13, 2026
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্থগিত হওয়া জন্মদিনের অনুষ্ঠান আজ Jan 13, 2026
img
রোজা-তাহসান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক, ভাইরাল পুরাতন ভিডিও Jan 13, 2026
img
আপিলে মনোনয়নপত্র জমা নেওয়ার রায় পেয়েছি: হিরো আলম Jan 13, 2026
img
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে : লুৎফে সিদ্দিকী Jan 13, 2026
img
সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে: খামেনি Jan 13, 2026
img

দিলারা হানিফ পূর্ণিমা

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Jan 13, 2026
img
নিরাপত্তা শঙ্কায় এবারও কলকাতা বইমেলায় জায়গা পেল না বাংলাদেশ Jan 13, 2026
img
প্রশাসন কোনো রাজনৈতিক দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক Jan 13, 2026
img
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করল ইরান Jan 13, 2026
img
কেনজুৎসুতে বিশ্ব স্বীকৃতি পেলেন পবন কল্যাণ Jan 13, 2026
img

জামায়াত আমির

আগামী নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে তাদের পালাতে হবে Jan 13, 2026
img
‘কার্বন নিঃসরণ হ্রাসে সৌর সেচের বিকল্প নেই’ Jan 13, 2026
img
১৫টি স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট Jan 13, 2026
img
কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত Jan 13, 2026
img
বিমানবন্দর থেকে ইউটিউবার ড. সংগ্রাম পাতিল আটক Jan 13, 2026
img
২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ Jan 13, 2026
img
১৫ জানুয়ারি মাচাদোর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প Jan 13, 2026