জিয়ার ৮৪তম জন্মবার্ষিকীর কর্মসূচি ঘোষণা বিএনপির

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি দলের জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।

আরো জানানো হয়, দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে আলোচনা সভা হবে। অনুরূপভাবে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটগুলো নিজেদের সুবিধানুযায়ী যথাযথযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ