অভিনেত্রী নীলাঞ্জনা শর্মা তার ব্যক্তিগত জীবনের অনুভূতি উন্মোচন করেছেন। তিনি বলেন, জীবনের গল্প সব সময় কারো সামনে বলা হয় না, কিন্তু এর মানে এই নয় যে সেখানে কোনো কষ্ট নেই। অনেক সময় হাসি ও আনন্দের আড়ালে লুকিয়ে থাকে গভীর ব্যথা, যা কেবল অভিজ্ঞতা ও সময়ের সঙ্গে প্রকাশ পায়।
নীলাঞ্জনার এই মন্তব্য যেন মনে করিয়ে দিল, মানুষের বাহ্যিক হাসি বা প্রফুল্লতা সবসময় অন্তরের সত্য প্রতিফলন নয়। জীবনের বিভিন্ন অধ্যায়ে প্রত্যেকেরই দুঃখ, সংগ্রাম এবং ব্যথার মুহূর্ত থাকে, যা কেবল ঘনিষ্ঠ মানুষ বা সময়ের নিরিখে বোঝা যায়।