অভিনেত্রী রচনা ব্যানার্জির এক বক্তব্য ঘিরে নতুন আলোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নারীর আত্মনির্ভরতার বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, মেয়েদের রোজগার করা আজ আর বিকল্প নয়, বরং প্রয়োজনের জায়গা থেকে একটি বাস্তব সত্য। তাঁর ভাষায়, প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর কোনো না কোনো প্রতিভা দিয়ে পাঠান, শুধু সেই প্রতিভাটুকু খুঁজে বের করতে পারলেই পথ তৈরি হয়ে যায়।
রচনা জানান, আজকের সময়ে মেয়েদের দক্ষতা ও সামর্থ্য নিয়ে সন্দেহ করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। তিনি মনে করেন, নারী শুধু পরিবার নয়, সমাজকেও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি রাখে। তবে সেই শক্তিকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস এবং নিজের ভেতরের ক্ষমতাকে চেনার ইচ্ছা।
অভিনেত্রীর এই বক্তব্য বহু মেয়েকে নতুন করে অনুপ্রাণিত করেছে। অনেকে মন্তব্য করেছেন, রচনার কথার মধ্যে যে অভিজ্ঞতা আর বাস্তবতার ছাপ রয়েছে, তা আজকের তরুণ প্রজন্মকে দারুণভাবে পথ দেখাতে পারে। বিশেষ করে যে সময়টিতে নারীরা নানা বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন তাঁর এই বার্তা যেন এক নতুন সাহসের সুর।
রচনা ব্যানার্জি মনে করিয়ে দিয়েছেন, প্রতিভা লুকিয়ে থাকে প্রতিটি মানুষের ভেতরেই খুঁজে পেলেই শুরু হয় বদলে যাওয়ার গল্প।
এসএস/টিকে