জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে আজ সোমবার খুলনায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ দুপুর ১২টায় শিববাড়ী বাবরি চত্বরে মূল সমাবেশ হবে। গতকাল রবিবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান বিষয়টি জানিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
এসএস/টিকে