জাদুর রাজপথে নতুন মায়াজাল ছড়াল পি সি সরকারের পরিবারে। জাদুকর পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনী সরকার রবিবার রাতের জমজমাট বিয়ের অনুষ্ঠানে নতুন জীবন পাড়ি দিলেন। ইন্দ্রজালের বাড়িতে এই বিয়ের আসর যেন এক স্বপ্নের মতো, যেখানে টলি শিল্পী ও উচ্চপদস্থ অতিথিরা মিলিত হয়ে অনুষ্ঠানের ভব্যতা আরও উজ্জ্বল করেছেন।
কনের সাজ ছিল এক কথায় মনোহর। বেগুনী বেনারসির শাড়ি, সোনার নেকলেস, বড় মোটা হার, টানা নথ, টিকলি, চুড়ি, বালা, মান্তাসা এবং মাথায় সোনা ও শোলার মুকুট সব মিলিয়ে মৌবনী যেন এক রাজকন্যার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছিল। অনুষ্ঠানে পরিবারের বয়োজ্যেষ্ঠরা মিষ্টিমুখ করিয়ে কনের প্রতি আশীর্বাদ জানান। হবু জামাই সৌম্য রায় ছিলেন প্রিন্টেড পাঞ্জাবি ও লাল ধুতি পরিহিত, মাথায় মুকুট। জানা গেছে, পি সি সরকার নিজেই জামাইকে হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন।
রবিবার সকালে গায়ে হলুদের তোরজোড় অনুষ্ঠিত হয়। হলুদ শাড়ি ও সোনার গয়নায় ঝলমল করছিলেন মৌবনী, হাতে মেহেন্দি, যেখানে হবু স্বামীর নামের আদ্যাক্ষরও ফুটে উঠেছে। উপস্থিত ছিলেন কনের দিদি মানেকা সরকার এবং টলি অভিনেত্রী দেবশ্রী রায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়েছে।
সাতপাকে বাঁধা পড়া এই জুটি চন্দননগর নিবাসী রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করেছেন। মৌবনীর বিয়ের অনুষ্ঠান ছিল একধরনের জাদুর মেলায় পরিণত, যেখানে টলি সেলেবের উপস্থিতি ও পরিবারের আনন্দ এক অপূর্ব মিলন ঘটিয়েছে।
আরপি/টিকে