দেশে প্রতি তিনজনে একজন মানুষ কোনো না কোনো রোগে ভুগছে। অর্থাৎ অন্তত ৩৩ শতাংশ মানুষ রোগাক্রান্ত। নারীদের মধ্যে অসুস্থতার হার পুরুষদের তুলনায় বেশি। এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে অসুস্থতার হার ২৩ শতাংশ এবং ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে অসুস্থতার হার ৭৪.৪ শতাংশ।
সবচেয়ে বেশি ভুগছে উচ্চ রক্তচাপ, আলসার ও ডায়াবেটিসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে।
রবিবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করা হয়। ফল উপস্থাপন করেন বিবিএসের উপপরিচালক মো. আলমগীর।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী প্রমুখ।
জরিপের শীর্ষ ১০টি রোগের তালিকায় দেখা গেছে, দেশের ৭৮ শতাংশ মানুষ ভুগছে উচ্চ রক্তচাপে। এরপর পেপটিক আলসার ৬৩ শতাংশ, ডায়াবেটিস ৪৩ শতাংশ, বাত-ব্যথা বা আর্থ্রাইটিস ৩৯ শতাংশ, চর্মরোগ ৩৭ শতাংশ, হৃদরোগ ৩১ শতাংশ, হাঁপানি বা অ্যাজমা ৩১ শতাংশ, অস্টিওপোরোসিস (হাড়ক্ষয়) ২২ শতাংশ, হেপাটাইটিস ২২ শতাংশ ও ডায়রিয়ায় ১৬ শতাংশ ভুগছে।
বিবিএস জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪৭ হাজার ৪০টি খানায় (পরিবার) এক লাখ ৮৯ হাজার ৯৮৬ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপের আগের ৯০ দিনে প্রতি এক হাজার মানুষের মধ্যে ৩৩২ জন বা ৩৩ শতাংশ মানুষ কোনো না কোনো রোগে ভুগেছে।
অর্থাৎ প্রতি তিনজনে একজন মানুষ কোনো না কোনো রোগে ভুগছে।
জরিপের তথ্য অনুযায়ী, অসুস্থতার হার নারীদের ক্ষেত্রে প্রতি হাজারে ৩৫৪ জন ও পুরুষদের ক্ষেত্রে ৩০৯ জন। এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি হাজারে এই হার ২৩২, যেখানে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ৭৪৪ জন। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে পুরুষরা বেশি অসুস্থ।
জরিপের আগের তিন মাসে দেশে জনপ্রতি গড় চিকিৎসা ব্যয় ছিল দুই হাজার ৪৮৭ টাকা।
তবে পুরুষদের তুলনায় নারীদের চিকিৎসা ব্যয় বেশি। জরিপ বলছে, নারীদের ক্ষেত্রে গড় চিকিৎসা ব্যয় ছিল দুই হাজার ৫৭৬ টাকা, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই ব্যয় দুই হাজার ৩৮৭ টাকা।
জরিপে ১৫ বছর বা এর বেশি বয়সী মানুষের তামাক ব্যবহারের চিত্রও উঠে এসেছে। এতে দেখা যায়, এই বয়সসীমার ২৬.৭ শতাংশ মানুষ কোনো না কোনো তামাক বা তামাকজাত পণ্য ব্যবহার করে। গ্রামাঞ্চলে তামাক ব্যবহারের হার ২৭.৭ শতাংশ এবং শহরাঞ্চলে ২৪.১ শতাংশ।
জরিপে দেখা যায়, ১৫-৪৯ বয়সী নারীদের ৫.২ শতাংশ নারী গর্ভবতী ছিলেন এবং ৬.৯ শতাংশ নারী তথ্য সংগ্রহের পূর্ববর্তী ১২ মাসে সন্তান জন্ম দিয়েছেন। সিজারিয়ান প্রসবের হার ৪৯.৩ শতাংশ, শহরাঞ্চলে এই হার ৫৩.৩ শতাংশ এবং পল্লী অঞ্চলে ৪৮.১ শতাংশ। প্রতি প্রসবে গড়ে ২২ হাজার ৬৭৭ টাকা ব্যয় হয়।