টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত সামাজিক মাধ্যম এবং ব্যক্তিগত জীবনের বিষয়ে খোলামেলা মনোভাব দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজের পরিবার ও পারিবারিক সম্পর্কের বিষয় নিয়ে তিনি অত্যন্ত সংযমী। তিনি স্পষ্ট করেছেন, তাঁর ছেলের নাম অধ্যায়, কিন্তু ছেলের পদবিটি তাঁর নয়, বরং নিজস্ব দায়িত্বের মধ্যে। এছাড়াও, মেয়ের বিষয়েও তিনি জানিয়েছেন যে, তিনি কোনো অবস্থাতেই তার সম্মতি ছাড়া ভিডিও বা ভ্লগে অংশগ্রহণ করান না।
মানসী বলেন, “আমার সঙ্গে আমার বরের সম্পর্ক খারাপ বা ভালো, তা নিয়ে আমি পরে প্রকাশ করব। তবে সম্পর্ক যেটাই হোক, আমি কারো ওপর জোর করতে পারি না আমার সঙ্গে ফটো বা ভিডিওতে আসার জন্য। সে আমার পার্টনার, আমার চাকর নয়। যদি সে লজ্জা পায় বা ভিডিওতে আসতে না চায়, আমি কখনো জোর করব না।”
তিনি আরও জানান, মেয়ে ভিডিওতে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তিনি সম্পূর্ণভাবে ভ্লগ বা সামাজিক মাধ্যমে মেয়েকে নিয়ে পোস্ট করা বন্ধ করেছেন। এই মনোভাব দেখাচ্ছে তার ব্যক্তিগত জীবন ও পরিবারের প্রতি সংযম, এবং অনুগামীদের সচেতন করে দিচ্ছে যে, সেলিব্রিটি হওয়া মানেই পরিবারের গোপনীয়তা উন্মুক্ত করা নয়।
আরপি/টিকে