টলিউডের বিখ্যাত অভিনেত্রী মিঠু চক্রবর্তী তার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বিয়েটি ছিল রোমান্টিক কোনো গল্পের মতো নয়, বরং বোঝাপড়ার ভিত্তিতে গড়া সম্পর্ক। মিঠু বলেন, তাঁর স্বামীর জীবনে চাঁদ, ফুল বা তারার মতো রোমান্টিক বিষয় খুব বেশি নেই।
তিনি শেয়ার করেন, ছোট থেকেই তিনি ননদ পাপিয়া, পিসি এবং সব্যসাচীকে বেণু মামা বলে ডাকতেন। ১৯৮৬ সালে এই সম্পর্কের বন্ধন আরও ঘনিষ্ঠ হয়। মিঠু জানান, আসলে এই পরিবার ছিল তাঁর মায়ের দূর সম্পর্কের আত্মীয়। সাধারণত এই ধরনের সম্পর্ক থেকে বিয়ে হয়ে ওঠে না। তবে মিঠুর বাবার প্রস্তাবে দেখা হয় সম্ভাব্য পাত্রের সঙ্গে, আর মিঠুর একমাত্র মামা কলকাতায় গিয়ে পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মতি পান। এরপরই বিয়ে সম্পন্ন হয়।
আরপি/টিকে