দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে এবং চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে শুধুমাত্র লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবেন।
মাউশি জানায়, আগামী শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ৬৮৮টি সরকারি এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুল।
এই প্রতিষ্ঠানগুলোতে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন রয়েছে।
গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন শিক্ষার্থী, যারা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম নির্বাচন করেছে।
এবি/টিকে
অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছে। তারা মোট ১ লাখ ৮০ হাজার ৮৬২টি পছন্দক্রম দিয়েছে।