বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে কোনো অবনতি হয়নি। হাসপাতালের বেডে নবম দিনে আগের দিনের তুলনায় নাড়াচাড়াও ছিল লক্ষণীয়। সূত্র বলছে, তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসকদের ডাকেও।
রোববার (৩০ নভেম্বর) রাতেও তার অসুস্থতার সবশেষ অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ড বসে এভারকেয়ার হাসপাতালে। হয়েছে ডায়ালাইসিসও। তার শারীরিক অবস্থার এমন স্থিতিশীলতা বজায় থাকলে খুব শিগগিরই আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।
লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়াসহ বেশকিছু সমস্যায় আক্রান্ত হওয়ায় সঙ্কটাপন্ন অবস্থায় গত রোববার (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই অবস্থায় তাকে দেখতে স্বল্প পরিসরে হলেও হাসপাতালের সামনে সামনে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা। উদ্দেশ্য, এক নজর কেবল নেত্রীকে দেখা আর তার স্বাস্থ্যের খবর নেওয়া।
টিজে/টিকে