সরকার অনুমোদিত ট্রাপূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির রায় পড়া শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় পড়া শুরু করেন।
এদিন সকাল ১১টায় কারাগারে আটক আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর তার হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়।
এ সময় তিনি মাস্ক পড়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সকাল সাড়ে ১১টায় বিচারক এজলাসে আসেন। এরপর একমাত্র আসামির উপস্থিতিতে তিনি রায় পড়া শুরু করেন। অপর ১৬ আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষ হয়েছে।
এক্ষেত্রে তারা নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি বা তাদের পক্ষে আইনজীবী যুক্তি তুলে ধরতে পারেননি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের পর গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলার মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে পৃথক দুই মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা এসব মামলায় পলাতক রয়েছেন।
টিজে/টিকে