বহির্বিশ্বে একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালালেও বর্তমানে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫ ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়ে রফতানি খাতে। বিভিন্ন সময় ঝুঁকি তৈরি হলে সরকার পদক্ষেপ নেয়। তবে বর্তমানে কোনো ঝুঁকি নেই।
শেখ বশিরউদ্দীন বলেন, বিদেশি বায়ার না আসাটা সাময়িক। এজন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। বায়ারদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সব উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনতে এই আয়োজন। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা দেশের রফতানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ হবে বলে আশা করি।
এসএস/টিকে