টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক জানিয়েছেন, তার সঙ্গী শিভন জিলিস অর্ধ-ভারতীয়। এছাড়া এক ছেলের নাম ‘শেখর’ রাখা হয়েছে, যা নোবেলজয়ী ভারতীয়-আমেরিকান মহাকাশবিজ্ঞানী সুব্র্যাহ্মণ চন্দ্রশেখরকে সম্মান জানিয়ে করা হয়েছে।
জেরোধার প্রতিষ্ঠাতা নিকিল কামাথের পডকাস্টে মাস্ক বলেন, ‘আপনি হয়তো জানেন না, আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার এক ছেলের নামের মাঝের অংশ শেখর রাখা হয়েছে।’
শিভন জিলিসের শৈশব সম্পর্কে মাস্ক বলেন, ‘তিনি কানাডায় বড় হয়েছেন। শিশুকালেই তাকে দত্তক দেয়া হয়েছিল। মনে হয়, তার বাবা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। সঠিক তথ্য আমার জানা নেই, তবে বিষয়টা এমন তাকে শিশু থাকতেই দত্তক দেয়া হয়েছিল এবং এরপর কানাডায় বড় হয়েছেন।’
শিভন জিলিস ২০১৭ সালে মাস্কের এআই কোম্পানি নিউরালিঙ্কে যোগ দেন। বর্তমানে তিনি ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস ও দার্শনিকতায় ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেছেন।
মাস্ক ও জিলিসের চারজন সন্তান রয়েছে: জমজ সন্তান স্ট্রাইডার ও আজুর, মেয়ে আর্কাডিয়া এবং ছেলে সেলডন লাইকর্গাস। পডকাস্টে মাস্ক আরও বলেন, ভারত থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে যারা অবদান রেখেছেন, তাদের কারণে দেশটি অনেক উপকৃত হয়েছে। তার মতে, ‘যুক্তরাষ্ট্র ভারতের প্রতিভার এক বড় সুবিধাভোগী, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে।’
তথ্যসূত্র: এনডিটিভি
এসএস/টিকে