টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও নিজের জীবনের দর্শন নিয়ে সরল অথচ শক্তিশালী বার্তা রেখেছেন। বহু আলোচনার মাঝেও তিনি জানিয়ে দিলেন-জীবন কারও জন্য থেমে থাকে না, আর নিজের দায়িত্বও কাউকে দিয়ে ভাগ করা যায় না।
শ্রাবন্তী খোলাখুলিভাবে বলেন, জীবন একটাই। নিজের বিল, নিজের কিস্তি, নিজের সন্তান-সব দায়িত্ব একাই সামলাতে হয় তাঁকে। তাই অন্যের জন্য নয়, বরং নিজের জন্য ভালো থাকা জরুরি। তাঁর এই বক্তব্য যেন আজকের বহু নারীর অভিজ্ঞতার প্রতিধ্বনি।
কর্মজীবন, মাতৃত্ব, সামাজিক চাপ-সব সামলে বছর বছর নতুন ভাবে নিজেকে তৈরি করেছেন শ্রাবন্তী। কখনো সম্পর্ক নিয়ে বিতর্ক, কখনো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা-সব কিছুর মাঝেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
তার মতে, অন্যকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারালে জীবনের মানে থাকে না। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা এবং নিজের জন্য ভালো থাকা-এটাই তাঁর পথ।
শ্রাবন্তীর এই বক্তব্য প্রকাশের পর অনুরাগীদের অনেকে বলেছেন, এ যেন বহু নারীর মনের কথা। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতেই-এই বার্তা তাঁর ব্যক্তিত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
আরপি/টিকে