পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহেনার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে শেখ হাসিনাসহ অপর ১৫ আসামির পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলম ছাড়া ১৬ আসামি পলাতক রয়েছেন।
তারা মামলায় আইনজীবীর নিয়োগের মাধ্যমে আইনি লড়াই সুযোগ পাননি। কেন তারা আইনজীবী নিয়োগের সুবিধা পাননি রায়ের পর্যবেক্ষণে তা ব্যাখ্যা করেছেন বিচারক।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, বাংলাদেশের নাগরিক হওয়ায় পৃথিবীর যেখানে অবস্থান করুক না কেন সেই আসামিকে বিচার করতে আইনে কোনো বাধা নেই। কেবলমাত্র মৃত্যুদণ্ড ধারার মামলার ক্ষেত্রে পলাতক আসামির ক্ষেত্রে ডিফেন্স ল ইয়ার নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।
মৃত্যুদণ্ডযোগ্য ধারা না থাকলে মামলায় পলাতক আসামির ক্ষেত্রে ডিফেন্স ল ইয়ার নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই।
বিচারক আরো বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কোনো ধারার অভিযোগ না থাকায় আসামিদের জন্য ডিফেন্স ল ইয়ার নিয়োগ প্রদানের কোনো সুযোগ নেই। উচ্চ আদালতে একাধিক সিদ্ধান্ত রয়েছে যে, ফৌজদারী মামলার ক্ষেত্রে আদালতের শুনানির অধিকার দাবি করার আগে সংশ্লিষ্ট আসামিকে আগে বিচার প্রক্রিয়ায় নিজেকে আত্মসমর্পণ করতে হয় এবং পরে বিচার দাবি করতে হয়। অন্যথায় আসামি বিচারিক সুবিধা পেতে পারে না।
এবি/টিকে