জয়া বচ্চন বরাবরই স্পষ্টবাদী। রাজনীতি হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনও ইস্যুতেই সোজাসাপটা কথা বলতে পিছপা হন না প্রবীণ অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ। এবার ‘উই দ্য ওমেন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ে নামক প্রতিষ্ঠানকেই কাঠগড়ায় তুললেন জয়া! এমনকী নাতনির প্রসঙ্গ উত্থাপন করে এও বললেন যে, “আমি চাই না নভ্যা বিয়ে করুক।”
বচ্চন পরিবারের নাতনি হলেও নভ্যা নভেলি আগেই জানিয়েছিলেন যে মামাবাড়ির মতো অভিনয় দুনিয়ায় পা রাখার ইচ্ছে তাঁর নেই। বরং তার থেকে অনেক বেশি বাবা নিখিল নন্দার ব্যবসা সামলাতে আগ্রহী তিনি। সেই স্বপ্নপূরণের জন্য আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিও করেছেন অমিতাভকন্যা শ্বেতা বচ্চনের মেয়ে। কেরিয়ারের বিষয়ে নভ্যা যে বরাবরই উচ্চাকাঙ্ক্ষী, সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার দিদিমা জয়া বচ্চন জানালেন, তিনি চান না যে, নভ্যা নভেলি কখনও বিয়ে করুক। কেন এমন কথা বললেন তিনি?

এপ্রসঙ্গে জয়া বচ্চনের মন্তব্য, “আমি মনে করি, বিয়ে একটি প্রাচীনপন্থী প্রথা। আমি এখন দিদিমা হয়ে গেছি। নভ্যা আর কিছুদিনের মধ্যেই ২৮ বছরে পা দেবে। তাই বর্তমান প্রজন্মের মায়েরা কীভাবে সন্তানদের বড় করবেন, সেই পরামর্শ দেওয়ার আমি কেউ নই। যুগ বদলেছে। আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট স্মার্ট। ওরা আমাকে-আপনাকে শিখিয়ে দেবে।” প্রবীণ অভিনেত্রীর সংযোজন, “সম্পর্কের বৈধতা আইনি বিয়ের উপর নির্ভর করে না। ওটা আসলে দিল্লির লাড্ডু, খেলেও মুশকিল, না খেলেও মুশকিল! তাই জীবন উপভোগ করা উচিত!” জয়ার মন্তব্য ভাইরাল হতেই নেটভুবনে প্রশ্ন উঠেছে, “তাহলে কি অমিতাভের সঙ্গে ৫২ বছরের দাম্পত্যে অসুখী?” যদিও প্রবীণ অভিনেত্রী সেই অনুষ্ঠানেই খানিক রসিকতা করে জানান, “অমিতাভকে বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ও হয়তো বলবে- বিয়ে ওর জীবনের সবথেকে বড় ভুল। কিন্তু আমি সেকথা কানে তুলতে চাই না।”
এসএন